Easytrax & USB Express Agreement

আমাদের বৃহত্তম প্রকল্পগুলির একটি আজ শুরু হয়েছে ইউএসবি এক্সপ্রেস এর সাথে। দেশের বিভিন্ন প্রান্তে ছুটে চলা ইউএসবি এক্সপ্রেস এর ৭০টি কাভার ভ্যান এবং ৮০টিরও বেশি মোটরসাইকেলে আমরা ইন্সটল করেছি ইজিট্র্যাক্স এর ট্র্যাকিং ডিভাইস। যে ডিভাইসের মাধ্যমে জানা যাবে পণ্যবাহী ভ্যান কিংবা মোটরসাইকেলের লাইভ লোকেশন, গতি এবং সারাদিনের ট্রিপ রিপোর্ট সহ আরো অনেককিছু।

 

এই প্রকল্পের সাথে জড়িত ইউএসবি এক্সপ্রেস এর সংশ্লিষ্ট ব্যক্তিদের ইজিট্র্যাক্স এর পক্ষ হতে বিশেষ ধন্যবাদ।

Leave a Reply