চারপাশে সাজ-সাজ রব, চলছে ঈদ উদযাপনের জন্য চূড়ান্ত প্রস্তুতি। শপিং, খাওয়া-দাওয়া আর ঘুরাঘুরির জন্য সবাই তৈরি হচ্ছে। তবে ঈদ আনন্দের মাঝেও ভুলে যাবেন না তাদের, যারা হয়তো ঈদ পালন করতে পারছে না নানা আর্থ-সামাজিক কারণে। আপনার ঈদের জন্য নির্ধারিত বাজেট থেকে কিছু অংশ এই দুঃখ ভারাক্রান্ত মানুষগুলোর জন্যও রাখুন। ঈদের আনন্দ হয়ে উঠবে দ্বিগুণ। আর কারো মুখে হাসি ফোটানোর চেয়ে দারুণ ব্যপার আর কী হতে পারে! সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা।

Best Regards,

MD. RAFIUL ALAM MITHU

Managing Director

Easytrax Ltd.